বাংলাদেশ থেকে ৫ খাতে বিপুল পরিমাণ দক্ষ কর্মী নেবে সৌদি
সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকার এ সংক্রান্ত একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে।
প্রথম নিউজ, অনলাইন : বাংলাদেশ থেকে পাঁচ খাতে বিপুল পরিমাণ দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব। তবে খাতওয়ারি ওই নিয়োগের পূর্বে শ্রমিকদের দক্ষতার সনদ প্রদর্শন বাধ্যতামূলক করেছে রিয়াদ। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকার এ সংক্রান্ত একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় সৌদি গমনেচ্ছু বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা যাচাই হবে, উত্তীর্ণদের সনদ দেয়া হবে। গৃহীত প্রকল্প 'স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম' এর উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে দেশটির ঢাকাস্থ দূতাবাস। বারিধারায় নবনির্মিত সৌদি চ্যান্সরি কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম নতুন নিয়োগ পদ্ধতির বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলমসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেক্ট্রিশিয়ান এবং এসি মোকানিক- এই পাঁচটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি সরকার। শ্রমিকদের দক্ষতা পরীক্ষার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সৌদি সরকারি সংস্থা তাকানলের মধ্যে একটি প্রকল্প পরিচালন সংক্রান্ত চুক্তি সই হয়েছে। প্রকল্পের আওতায় বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ওই পরীক্ষা গ্রহণ বিষয়ক প্রয়োজনীয় সহযোগিতা দিবে। এজন্য শ্রমিকদের কোনো অর্থ ব্যয় করতে হবে না।