বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের নারীদের দিয়ে দেহব্যবসা, ভারতে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার এই চক্রের ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। তাদের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের ৮ যুবতীকে দিয়ে যৌন ব্যবসা পেতে বসেছিল

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে নারীদের নিয়ে দেহব্যবসা চালানো একটি চক্রের সন্ধান পেয়েছে ভারতের বালাশুর পুলিশ। মঙ্গলবার এই চক্রের ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। তাদের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের ৮ যুবতীকে দিয়ে যৌন ব্যবসা পেতে বসেছিল। এসপি সাগরিকা নাথ বলেছেন অভিযুক্ত ১৩ জনের মধ্যে একজন আছে পশ্চিমবঙ্গের খুরদার। একজন আছে বলিয়াপালের এবং চারজন বালাশোরের। আটক ব্যক্তিদের মধ্যে আছে চারজন নারী। সাগরিকা নাথ বলেন পাচার করা আট নারীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬ জন পশ্চিমবঙ্গের। দু’জন বাংলাদেশের। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: