বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৬৯
প্রথম নিউজ, বরিশাল : বরিশালে গত ২৪ ঘণ্টায় ৪৬৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিলো।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডেঙ্গুতে মৃত কামরুন্নাহার (৩৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ও মো. কালাম (৫৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। দুজনের একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কামরুন্নাহার গত ২১ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২২ সেপ্টেম্বর দিনগত রাতে তার মৃত্যু হয়। মো. কালাম গত ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে শুক্রবার ২২ সেপ্টেম্বর দিনগত রাতে তার মৃত্যু হয়।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২১ হাজার ৮৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৫৩ জন। বিভাগে এখন পর্যন্ত ৮৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬০ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে আটজন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৫৭ জন, পটুয়াখালীতে ৯০ জন, পিরোজপুরে ৭৮ জন, ভোলায় ৪২ জন, বরগুনায় ৮২ জন ও ঝালকাঠিতে ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২২৭ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।