বিমানবন্দরে ঘুষ নিতে গিয়ে ‘এভসেক সদস্য’ ধরা

ধবার (৭ ডিসেম্বর) বিকালে গ্রিন চ্যানেলের গেটের কাছে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন এভসেক সদস্য রিপন মিয়া।

বিমানবন্দরে ঘুষ নিতে গিয়ে ‘এভসেক সদস্য’ ধরা

প্রথম নিউজ, ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদি আরব প্রবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ধরা পড়েছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে গ্রিন চ্যানেলের গেটের কাছে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন এভসেক সদস্য রিপন মিয়া।

জানা গেছে, সৌদি আরব থেকে এসেছেন প্রবাসী মো. হুমায়ুন মিয়া। তার সঙ্গে ১০০ গ্রাম সোনার অলংকার ও দুইটি সোনার বার ছিল। সোনার বারের জন্য শুল্ক বাবদ ৪০ হাজার টাকা ছিল না প্রবাসী হুমায়ুনের কাছে। পরবর্তী সময়ে শুল্ক প্রদানের জন্য টাকা নিতে হুমায়ুন টার্মিনাল থেকে বের হয়ে আসেন। বাইরে তার আত্মীয়ের কাছে থেকে শুল্কের টাকা নিয়ে ফের বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দরে গ্রিন চ্যানেলে প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই এভসেক সদস্য তাকে প্রবেশ করতে ঘুষ দাবি করে।

এভসেকের সিকিউরিটি অপারেটর শামীম সরদার ও আনসার সদস্য রিপন মিয়া যাত্রীর কাছে ১০ হাজার টাকা ঘুষ চায়। পরবর্তী সময়ে রিপন মিয়ার কাছে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে ভেতরে প্রবেশ করেন হুমায়ুন। ঘুষ গ্রহণের সময় হাতে নাতে ধরা পড়েন এভসেক সদস্য রিপন মিয়া। বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা তাকে আটক করেন।

প্রবাসী মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, ‘আমি ট্যাক্সের জন্য টাকা নিয়ে ভিতরে যেতে চাইলে তারা (এভসেক সদস্য) আমাকে যেতে দিবে না বলে। আমি তাদের বারবার বললেও তারা জানায়, প্রবেশ করতে দেবে না। বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘আমাদের নিয়মিত নিজরদারিতে ঘুষ নেওয়ার ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিমানবন্দরে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

এদিকে গত ৪ ডিসেম্বর কাতারগামী যাত্রীর কাছ থেকে ৬ হাজার টাকা ঘুষ নিয়ে ধরা পড়ে এয়ারপোর্ট হেল্প সার্ভিস নামের একটি বেসকারি প্রতিষ্ঠানের কর্মী সোহেল রানা। যাত্রীর কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom