বাবুল চিশতিসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো
প্রথম নিউজ, ঢাকা : অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১৩ মার্চ শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঞা এ তারিখ ধার্য করেন।
আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি ফজলুর রহমান এসব তথ্য জানান।
মামলার অপর আসামিরা হলেন– মেসার্স রিমি এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল, দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোস্তাক আহমেদ, পদ্মা ব্যাংকের হেড ব্যাংকিং অপারেশন ডিভিশন (অবসরপ্রাপ্ত) প্রকাশ চন্দ্র মোদক এবং জেনারেল সার্ভিস ডিভিশনের এভিপি ও প্রধান মো. মনিরুল হক। আসামিদের মধ্যে বাবুল চিশতি কারাগারে আছেন। জামিনে রয়েছেন অপর চার আসামি।
জানা গেছে, ২০১৩ ও ২০১৪ সালে ফারমার্স ব্যাংকের চাঁদপুরের কচুয়া শাখা, জামালপুরের বকশীগঞ্জ শাখা, শেরপুরের শ্রীবরদী শাখা ও শেরপুর শাখা উদ্বোধন করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান ও অপরকে লাভবান করার উদ্দেশ্যে ৭০ লাখ ৬১ হাজার ৮২৩ টাকা আত্মসাৎ করে।
২০২০ সালের ১১ মার্চ দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি দায়ের করেন। এই বছরের ২৯ মে দুদকের সহকারি পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী মামলাটি তদন্ত করে পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।