‘বাবার মতোই সুন্দর’, আলোচনায় হৃতিকের ছেলে

‘বাবার মতোই সুন্দর’, আলোচনায় হৃতিকের ছেলে

প্রথম নিউজ, ডেস্ক : বাবা রাকেশ রোশন ছিলেন একসময়ের হিটথ্রুব নায়ক। পর্দায় তার উপস্থিতি অন্যরকম গ্ল্যামার তৈরি করতো। সেই ধারা অব্যাহত রেখেছেন হৃতিক রোশন। বলিউডে পা রাখার পর থেকেই সবচেয়ে সুদর্শন নায়ক হিসেবে সবার হৃদয় জয় করেছেন হৃতিক।
এবার কি তবে তৃতীয় প্রজন্মের পালা? 

সম্প্রতি ক্যামেরার নামনে হাজির হন বলিউডের গ্রিক গড’খ্যাত হৃতিক রোশনের ছেলে হৃদান। এক ইভেন্টে দেখা মিলল তাঁর। আর তারপর থেকেই চর্চায় এই তারকাসন্তান। অনুরাগীদের দাবি, এ তো বাবার জেরক্স কপি! ডকুমেন্টারি সিরিজ ‘দ্য রোশনস’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত হয়েছিলেন হৃদান।
পরিবারের সবাই একসঙ্গে ছবি তোলার সময় বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। 

হৃদান হৃতিক ও সুজন খানের ছেলে। আপাতত হৃদানকে দেখে অনেকের মনেই প্রশ্ন, ‘সে কি বলিউডে পা রাখতে চলেছে?’ কেউ বলছেন, ‘বাবার মতোই সুন্দর’।
কারও মন্তব্য, ‘হৃতিকের মুখ, কিন্তু সুজনের চোখ’। কারও মতে, ‘আপকামিং সুপারস্টার।’ সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্যই ঘুরে বেড়াচ্ছে এখন।

হৃতিক এবং সুজান খান ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন। অভিনেতা তার বাবা রাকেশ রোশনের রোমান্টিক সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে আত্মপ্রকাশ করেন।
২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে দুই পুত্র রেহান ও হৃদানের বাবা-মা হন তারা। তবে এরপর সবাইকে অবাক করে দিয়ে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।  বিচ্ছেদের বেশ অনেকগুলো বছর পর, নিজের প্রেম-সম্পর্ক অফিসিয়াল করেছেন হৃতিক রোশন। বর্তমানে তিনি ডেট করছেন সাবা আজাদকে। এদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সাবা। এমনকী হৃদান ও সাবার মধ্যে সুন্দর সম্পর্কও নজর কাড়ে সবার।

সামনে হৃতিককে দেখা যাবে অয়ন মুখার্জির অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’তে। সুপারস্পাই কবীরের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সিদ্ধার্থ আনন্দের ২০১৯ ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল এটি। আদিত্য চোপড়ার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি ‘ওয়ার ২’। এতে হৃতিকের সঙ্গে দেখা মিলবে জুনিয়র এনটিআরের।