বাবার ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ছেলের
শুক্রবার (২৮ জুলাই) বিষয়টি রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মারফত নিশ্চিত হওয়া গেছে।
প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি চাষের সময় বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছেলে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিষয়টি রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মারফত নিশ্চিত হওয়া গেছে। এর আগে দুপুরে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার কৃষক মাফু মিয়ার সন্তান।
স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, দুপুরের দিকে কৃষক মাফু মিয়া তার শিশু সন্তানকে নিজের ট্রাক্টরে নিয়ে বাড়ির পাশে জমি চাষ করতেছিলেন। এসময় হঠাৎ শিশু আব্দুল্লাহ ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাক্টরের নিচে পড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। বিষয়টি খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক।