বিপদে পড়া পাকিস্তানকে টেনে তুললেন শাদাব-ইফতিখার

একশর আগে পড়লো ৫টি। পাকিস্তানের জন্য সম্মানজনক পুঁজি দাঁড় করানোও কঠিন হয়ে গিয়েছিল

বিপদে পড়া পাকিস্তানকে টেনে তুললেন শাদাব-ইফতিখার
বিপদে পড়া পাকিস্তানকে টেনে তুললেন শাদাব-ইফতিখা -প্রথম নিউজ


প্রথম নিউজ, ডেস্ক : ৪৩ রানে নেই ৪ উইকেট। একশর আগে পড়লো ৫টি। পাকিস্তানের জন্য সম্মানজনক পুঁজি দাঁড় করানোও কঠিন হয়ে গিয়েছিল। সেখান থেকে ইফতিখার আহমেদ আর শাদাব খান বিধ্বংসী এক জুটি গড়লেন।

দুজনের জোড়া ফিফটিতে ভর করে পাকিস্তানও পেলো ৯ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ। অর্থাৎ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৮৬ রান।


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। কিন্তু দুই ব্যাটিং স্তম্ভ মোহাম্মদ রিজওয়ান (৪) আর বাবর আজম (৬) শুরুতেই দলকে বিপদে ফেলে সাজঘরের পথ ধরেন। একে একে ৪ উইকেট পাকিস্তান হারিয়ে ফেলে ৪৩ রানের মধ্যে।

মাঝে মোহাম্মদ হারিস ছোটখাটো এক ঝড় তুলেছিলেন। কিন্তু ১১ বলে ২ চার আর ৩ ছক্কায় ২৮ রানে আউট হন ফাখর জামানের বদলে সুযোগ পাওয়া এই ব্যাটার।

মোহাম্মদ নওয়াজ ধরে খেলে ২২ বলে ২৮ করে। ৯৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ৩৫ বলে ৮২ রানের বিধ্বংসী এক জুটি গড়েন ইফতিখার আর শাদাব।

ইফতিখার ৩৩ বলে ফিফটি করেন, শাদাব করেন ২০ বলেই। ৩৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫১ রান করে শেষতক আউট হন ইফতিখার। শাদাব আউট হন ২২ বলে ৩ চার, ৪ ছক্কায় ৫২ রানে।

দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া ৪১ রান খরচ করে একাই নেন ৪ উইকেট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom