বন্যার্তদের ফ্রি টিকিট দেবে পাকিস্তান    

মঙ্গলবার থেকে মাঠে গড়াবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

 বন্যার্তদের ফ্রি টিকিট দেবে পাকিস্তান     
 বন্যার্তদের ফ্রি টিকিট দেবে পাকিস্তান  -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মঙ্গলবার থেকে মাঠে গড়াবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের প্রথম চার ম্যাচ হবে করাচিতে। পরে শেষ তিন ম্যাচ খেলতে লাহোরে চলে যাবে দুই দল।

এই সিরিজে বন্যায় আক্রান্ত মানুষদের ফ্রি টিকিট দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত জুন থেকে শুরু হওয়া বন্যার কবলে পড়ে করাচিতে অস্থায়ী আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন অনেক মানুষ। তাদেরকে ফ্রি-তে খেলা দেখার সুযোগ দেওয়া হবে।

পাকিস্তানের স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) ডিআইজি মাকসুদ মেমন সংবাদমাধ্যমে জানিয়েছেন এ খবর। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও বোর্ডের অন্য কর্মকর্তারা মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন।

মাকসুদ বলেছেন, ‘আমরা পিসিবি চেয়ারম্যান ও জাকির খানের সঙ্গে কথা বলেছি। তারা ম্যাচ চলাকালে বন্যায় আক্রান্ত পরিবারদের স্টেডিয়ামে ফ্রি টিকিট দিতে রাজি হয়েছে। এই কঠিন সময়ে স্টেডিয়ামে ফ্রি-তে খেলা দেখতে পারা তাদের মুখে হাসি ফোটাবে।’

এদিকে করাচির আইজি জাভেদ আলম জানিয়েছেন, ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে কোনো ফাঁকফোকর রাখা হয়নি। তাদের প্রতিশ্রুত নিরাপত্তা পুরোটাই দেওয়া হচ্ছে। পুলিশের এ কর্মকর্তার আশা, করাচিতে পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে পারবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom