বিধ্বস্ত ভবনে মিললো নিখোঁজ ব্যবসায়ী স্বপনের মরদেহ
এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে বিধ্বস্ত ভবনটির বেজমেন্টে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রথম নিউজ, ঢাকা : ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিধ্বস্ত ভবন থেকে আজ নিখোঁজ ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে বের করা হয়। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। তিনি বলেছেন, মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই। এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে বিধ্বস্ত ভবনটির বেজমেন্টে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় গতরাতে দগ্ধ আরও একজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন।
ওদিকে ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়। এছাড়া ভবন মালিকের ছেলে মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: