বুধবার ব্যাংক বন্ধ থাকবে
গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক
প্রথম নিউজ, ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে জানানো হয়েছিল, মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে।
গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর নির্ধারণ করা হলো।