বিদেশি দূতাবাসগুলোর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা উচিত : শফিক রেহমান

বিদেশি দূতাবাসগুলোর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা উচিত : শফিক রেহমান

প্রথম নিউজ, অনলাইন: প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান বলেছেন, বিদেশে বাংলাদেশি যেসব দূতাবাস রয়েছে, তারা আসলে কি কাজ করে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। দেশের বিভিন্ন খাতে এখন সংস্কার হচ্ছে, বিদেশি দূতাবাসগুলোকেও সংস্কারের মধ্যে আনা উচিত।

রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশিজ এলায়েন্স ফর হিউম্যান স্টাডিজ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।