বেঙ্গল পুলিশ’ নিয়ে আসছেন অঙ্কুশ!

‘মির্জা’ ছবির পর নতুন ছবি নিয়ে আসছেন অঙ্কুশ। ছবির নাম ‘বেঙ্গল পুলিশ

বেঙ্গল পুলিশ’ নিয়ে আসছেন অঙ্কুশ!
বেঙ্গল পুলিশ’ নিয়ে আসছেন অঙ্কুশ!-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : ‘মির্জা’ ছবির পর নতুন ছবি নিয়ে আসছেন অঙ্কুশ। ছবির নাম ‘বেঙ্গল পুলিশ’। সেই ছবির টিজার প্রকাশ করে অনুরাগীদের সুখবর দিলেন অঙ্কুশ হাজরা। 

‘নেক্সজেন ভেঞ্চারস’-এর প্রযোজনায় এবং ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’-এর নিবেদিত নতুন এই ছবি। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। তবে ছবির নাম ঘোষণা হলেও, এতে কে কে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি।

টলিউডে একাধিক নায়ক প্রযোজনায় হাত পাকিয়েছেন। দেব, জিৎ তো রয়েছেনই, প্রসেনজিতেরও প্রযোজনার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই দলে নাম লিখিয়েছেন অঙ্কুশ। নেক্সজেন ভেঞ্চার ও অঙ্কুশ হাজরা মোশান পিকচার্সের ব্যানারে তৈরি হয়েছে মির্জা। মুক্তি পাবে আগামী ঈদে। ছবিটি প্রযোজনা করছেন রক্তিম চট্টোপাধ্যায়। ‘মির্জা’র পরিচালনার দায়িত্ব সামলেছেন সুমিত সাহিল। চিত্রনাট্যকার অর্নব ভৌমিক।

মির্জা হিসেবে অঙ্কুশকে দেখে মুগ্ধ দেব। ‘পুরো আগুন’, শুভেচ্ছা জানিয়ে লেখেন তিনি। এদিকে আবার অঙ্কুশের অনুরাগী তার এই রূপকে ‘কেজিএফ’ সিনেমার রকি ভাইয়ের (যশ অভিনীত চরিত্র) সঙ্গে তুলনা করেছেন। ‘বাংলার কেজিএফ’ লেখা ছবিও শেয়ার করেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom