বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চাওয়া মতিয়াও এখন লীগ নেতা: কাদের সিদ্দিকী

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষ্যে জনসভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চাওয়া মতিয়াও এখন লীগ নেতা: কাদের সিদ্দিকী

প্রথম নিউজ, টাঙ্গাইল: বঙ্গবন্ধুর শরীরের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলা মতিয়া চৌধুরীও এখন আওয়ামী লীগের নেতা ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষ্যে জনসভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবীর বলেন, বঙ্গবন্ধু সব নেতার বড় নেতা, বাংলাদেশের সব নেতার শক্তি বাঁধলে যে শক্তি হবে, তার সব শক্তি বঙ্গবন্ধুর একার।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বঙ্গবীর বলেন, জাতীয় নির্বাচনের আগে বলে দিতে চাই আমার বোনকে ‘ভালো হয়ে যান’। মানুষ এখন আপনাদেরকে চান না, বিএনপিকেও চান না, তাই সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন। এটাই উত্তম হবে।

এ সময় ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আতিক হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, সদস্য শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।