বগুড়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া আঞ্চলিক সড়কের শাজাহানপুরের মাঝিড়ার মঞ্জুর মটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম নিউজ, বগুড়া: বগুড়ায় পণ্যবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া আঞ্চলিক সড়কের শাজাহানপুরের মাঝিড়ার মঞ্জুর মটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসুদেব দাস শাজাহানপুরের ডেমাজানী এলাকার গোবিন্দ দাসের ছেলে। বাসুদেব পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। 

তিনি বলেন, রাত ১১টার দিকে বাসুদেবসহ তিনজন মোটরসাইকেলযোগে বগুড়া থেকে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মঞ্জুর মটরসের সামনে বগুড়া থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী লরি ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাসুদেব মারা যান। মোটরসাইকেলে থাকা অপর দুইজনের মধ্যে একজনকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। 

তিনি আরও বলেন, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া  ঘটনার পরপরই লরির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে লরি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom