বগুড়ায় অবরোধের সমর্থনে মহাসড়কে বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ, বগুড়া : বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার দ্বিতীয় বাইপাস সুজাবাদ এলাকায় বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এদিন সকাল পৌনে আটটার দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রাম এলাকায় জামায়াত সমর্থিত অবরোধকারীরা মিছিল করতে এলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে সকাল আটটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাস সুজাবাদ এলাকায় অবস্থান নেন। এ সময় তারা ভোটাধিকার ও সরকারবিরোধী স্লোগান দেন। পরে সুজাবাদে প্রায় ৩০০ মিটার সড়কের মধ্যে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে অবরোধের জনগণের জান-মালের নিরাপত্তায় ঢাকা-রংপুর মহাসড়কের বনানি মোড়ে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকাল পৌনে আটটার দিকে দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম-বড়িয়া এলাকায় অবরোধকারীরা অবস্থান নেয়। এ সময় তারা সড়কে মিছিল শুরু করলে পুলিশ শটগান থেকে চার রাউন্ড ফাঁকা গুলি করে।
নারুলী ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনগণের নিরাপত্তায় পুলিশ তৎপর আছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার জানান, অবরোধে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।