বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ


প্রথম নিউজ, বরিশাল : বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেন বিক্ষুব্ধরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বিএম কলেজ রোডে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী আবু রায়হান, আরাফাত, মাহমুদ হাসান রনি প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, অর্ধশত বছর আগে নির্মাণ করা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি বসবাস অযোগ্য। জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে প্রায়ই শিক্ষার্থীরা আহত হচ্ছে। দুই সপ্তাহ আগে গভীর রাতে ছাদের পলেস্তারার বিশাল একটি অংশ ধসে পড়ে। এতে ঘুমন্ত দুই শিক্ষার্থী আহত হন। প্রায় এমন ঘটনা ঘটলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই নির্বিঘ্নে পড়াশুনা করতে অবিলম্বে ছাত্রাবাস সংস্কার বা নতুনভাবে আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।

এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এক ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন মানুষ।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীরা দ্রুত হল সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে। হল সংস্কার বা নতুন ছাত্রাবাস নির্মাণে করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তাই শিক্ষা প্রকৌশল বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে কলেজ প্রশাসন। এই বিষয়ে কলেজ প্রশাসন খুবই আন্তরিক।