বিএনপির মিছিল সরকারের অন্তিম যাত্রার মিছিল: দুদু
প্রথম নিউজ, ঢাকা :বিএনপির মিছিল হচ্ছে এই সরকারের অন্তিম যাত্রার মিছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার ২৬ আগস্ট সিলেট রেজিস্টার মাঠে, সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দফা দাবিতে কালো পতাকা মিছিল পূর্বে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, বিএনপির মিছিল হচ্ছে এই সরকারের অন্তিম যাত্রার মিছিল। এই সরকারের বিদায় হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি পাবে। দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসতে পারবে। দেশের জনগণ বাঁচতে পারে। আর এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ লুটেরাদের দেশ পরিণত হবে। এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তাই এ সরকারকে বিদায় করতে হবে। আর বিদায় করতে হলে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যা যা করতে হয় তাই করতে হবে।
তিনি বলেন, এই সরকারকে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করতে দেবো না। আমরা বলেছি এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এই সরকার পদত্যাগ করলে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে পারব। এই সরকার যাদেরকে গুম করেছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই সরকাররের পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন আপোষ নাই।
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হুসাইন এর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।