"দেশে গণতন্ত্র বিপন্ন ,দেশ বাঁচতে এক দফার বিকল্প নেই"
পাবনায় গোলটেবিল বৈঠকে বিশষ্টজন
প্রথম নিউজ,পাবনা:পাবনার বিশিষ্টজনেরা বলেছেন,দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নাই, অর্থনৈতিক স্বাধীনতাও নেই। মানবাধিকার আজ ভুলুন্ঠিত। এ অবস্থায় বাংলাদেশ কোথায় গিয়ে দাড়াবে-এ মুহূর্তে এটাই আমাদের সকলের ভাবনা। তাঁরা বলেন,ফ্যাসিবাদ কাউকে বেঁচে থাকতে দেয় না। জুলুমের সময় আপনি নিশ্চুপ থাকার মানে আপনি জালিমের পক্ষ নিয়েছন।তাই জালিম ও ফ্যাসিবাদী সরকারকে হটাতে রুখে দাঁড়ানোর সময় এসেছে।
আজ শনিবার (২৬ আগস্ট) বিকেলে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে গণতন্ত্র ও ভোটাধিকার নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব ।
সব শ্রেণীর পেশার মানুষদের এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন বিএনপির একার নয়।এ সমস্যা আমাদের সকলের ,তাই সবাইকে রাজপথে নামতে হবে।
তারা বলেন, ‘বিচার ব্যবস্থা এমনভাবে দলীয়করণ করেছে, যার জন্য ফ্যাসিবাদী সরকারের সময় দেশের মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। আদালতকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে। সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন শতবার,এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৭৩ বাদ তারিখ পেছানো হয়েছে।এভাবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনবিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাংবাদিক জহুরুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল নোমান, ছবির গল্পের পরিকল্পনা সহযোগী দ্বীন ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা প্রমুখ।
শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন,গোটা দেশ আজ দুর্নীতিতে ডুবে আছে,অথচ দুদক এসব দেখে না। সরকারি পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও দলীয় মদদপুষ্ট ব্যবসায়ী এবং আমলারা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশের টাকা লুটে বিদেশে বেগম পাড়া গড়েছে।প্রতিদিন পত্রিকা এসব দুর্নীতির খবর ফলাও করে ছাপা হলেও দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। অথচ দুর্নীতি না করেও তারেক রহমানকে ফরমায়েশি সাজা দেয়া হচ্ছে।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দুদকের কাজই হচ্ছে জিয়া পরিবাররের ভাবমূর্তি বিনষ্ট করা।
আমরা অবিলম্বে এ ধরণের ফরমায়েশি সাজা বাতিল এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।
হাবিবুর রহমান হাবিব বলেন দেশের ১৮ কোটি মানুষ এখন তাদের অধিকার রক্ষা, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ। এবার আমাদের লড়াই জীবন রক্ষার জন্য। কোনো ভয়, কোনো জেল বা দমন-পীড়ন এবার আমাদের দমন করতে পারবে না।”
ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশের জনগন দু:শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে।জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে পরাজিত করে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।তিনি বলেন, এবার বিএনপি হারলে বাংলাদেশ হেরে যাবে।
তিনি শেখ হাসিনাকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদার সঙ্গে পদত্যাগ আহ্বান জানিয়ে বলেন অন্যথায় অতীতের স্বেরাচারদের পরিণতি ভোগ করতে হবে।
কাদের গনি চৌধুরী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো আওয়ামী লীগ আবার কৌশল ও ষড়যন্ত্র করে ক্ষমতা ধরে রাখার কথা ভাবছে। তিনি বলেন, “বর্তমান সরকার দেশের সংসদ, প্রশাসনের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। তারা সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদের বিচার বিভাগকে। এরা যদি আবার ক্ষমতায় আসে কেউ বেঁচে থাকবে না।