বিএনপি নির্বাচনকে ভয় পাচ্ছে: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়,
প্রথম নিউজ, পিরোজপুর : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা নির্বাচনে আসতে চাচ্ছে না। আর এ জন্য বিভিন্ন অজুহাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।
শুক্রবার সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠীতে ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। তাই তারা জাতীয় পতাকার মতো পবিত্র বস্তুর সঙ্গে লাঠি বা লোহার রড ব্যবহার করে মানুষকে মারধর করছে। বিএনপির এ নৈরাজ্য সৃষ্টির কারণে তারা আজ দেশের মানুষের কাছে ঘৃণীত। আগামীতে তারা আরও জনবিচ্ছিন্ন হবে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় দাস, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews