বিএনপি নেতা চাঁদকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ
এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের গাড়িতে বিএনপি নেতা চাঁদকে ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতে নিয়ে আসা হয়।
প্রথম নিউজ, ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ফরিদপুরের আদালতে দায়েরকৃত মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এরপর পুলিশ প্রহরায় আবু সাঈদ চাঁদকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের গাড়িতে বিএনপি নেতা চাঁদকে ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতে মানহানির অভিযোগে পেনাল কোডের ৫০০/৫০১ ধারা এবং ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী বলেন, আদালতের নির্দেশে আসামি আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়ের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এদিকে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে ফরিদপুরের আদালতে হাজির উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে সমবেত হয়। তারা আদালত প্রাঙ্গণে মাইক দিয়ে চাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দও পাল্টা স্লোগান দেন বলে জানান ফোরামের ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।