বিএনপি নেতা আলালকে তলব
আগামী ১৪ মে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে তাকে।

প্রথম নিউজ, অনলাইন: বিচার বিভাগের রায় ও বিচারকের পদোন্নতি নিয়ে মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে তলব করেছেন উচ্চ আদালত। আগামী ১৪ মে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে তাকে। মোয়াজ্জেম হোসেন আলাল সম্প্রতি এক টকশোতে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়ে রায় দেওয়ার পর এক বিচারক দেশান্তরিত হয়েছেন, এখন পর্যন্ত তিনি ফিরতে পারেননি দেশে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিচারক রায় দিয়েছেন, তাকে কেউ চিনত না।
কিন্তু তাকে হাইকোর্টে নেওয়া হয়েছে। এদিকে হাইকোর্টের রায়ে বেগম খালেদা জিয়ার দণ্ড বাড়িয়ে রায় ঘোষণাকারী বিচারপতিকে আপিল ডিভিশনে নেওয়া হয়েছে। টকশোতে এমন মন্তব্য করার কারণ ব্যাখ্যা করতে তলব করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।