বাইডেনকে নিয়ে সমালোচনা, ইসরাইলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে নির্ধারিত কৌশলগত বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, এটি অকল্পনীয় যে গত কয়েক মাসে বাইডেন প্রশাসন ইসরাইলের অস্ত্র ও গোলাবারুদ বন্ধ করে রেখেছে।
হারেটজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির ওপর ফোকাস করার জন্য বৈঠকটি নির্ধারিত ছিল।
ইসরাইলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমারের নেতৃত্বে যে প্রতিনিধিদলটি ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে শুধু জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হ্যানেগবি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরাইলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছিলেন এই অভিযোগে যে, এটি বেসামরিক নাগরিকদের সুরক্ষা মেনে হামলা চালানো হচ্ছে না।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, জুনের শুরুতে ইসরাইল মোট তিন বিলিয়ন ডলারে ২৫টি মার্কিন তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।