ফের সিংহাম হয়ে আসছেন অজয় দেবগন
বলিউড অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম ২’ ছবির জন্য লাইমলাইটে ছিলেন
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম ২’ ছবির জন্য লাইমলাইটে ছিলেন। ২০১৫ সালের ছবি ‘দৃশ্যম’ এর এ সিক্যুয়েলটি দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পায়। এরই মাঝে অভিনেতার আরেকটি ছবি প্রকাশ্যে এসেছে। রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম এগেইন’। ‘সিংহাম ৩’ নিয়ে বলিউড অঙ্গন থেকে বড় খবর শোনা যাচ্ছে। বাজিরাও সিংহামকে নিয়ে আবারও বড় পর্দায় আসছেন নির্মাতা রোহিত শেট্টি। নির্মাতা নিজেই জানিয়েছেন, তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে এবং সিনেমার শিরোনাম ‘সিংহাম এগেইন’। এ সিনেমার প্রেক্ষাপট আন্তর্জাতিক সন্ত্রাসবাদ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অজয় দেবগণ তার আসন্ন ছবি ভোলা’র কাজ শেষ করে নতুন সিনেমার শুটিং শুরু করবেন।এর আগে রোহিত শেট্টির ‘সিংহাম’ এবং ‘সিংহাম রিটার্নস’ বক্স অফিস কাঁপিয়েছিল। যেখানে অজয় দেবগন পুলিশ ইন্সপেক্টর ‘বাজিরাও সিংহম এর ভূমিকায় ছিলেন। বর্তমানে দৃশ্যম ২ ছবিটি বক্স অফিসে ১৬০ কোটি রুপি ব্যবসা করেছে। এরই মধ্যে অজয়ের নতুন সিনেমা ভোলার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। এর শুটিং শেষে অজয় সিংহাম ছবির কাজ শুরু করবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews