ফেনীতে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের পাল্টাপাল্টি জিডি
গতকাল বিকেলে কামাল উদ্দিন মজুমদার জিডি করেন।
প্রথম নিউজ, ফেনী : ফেনীর পরশুরামে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী একে অপরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) পরশুরাম মডেল থানায় অভিযোগ করেন তারা। দুই আওয়ামী লীগ নেতাই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ তুলেছেন। এর মধ্যে কামাল উদ্দিন মজুমদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নিজাম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গতকাল বিকেলে কামাল উদ্দিন মজুমদার জিডি করেন। এতে পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী ও তার তিন সহযোগীর বিরুদ্ধে প্রকাশ্যে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে। সহযোগীরা হলেন আবদুল আহাদ চৌধুরী, এনামুল হক ও মো. ইব্রাহিম।
জিডিতে উল্লেখ করা হয়, গতকাল দুপুর পৌনে ২টার দিকে পরশুরাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আবুল বাশার নামের এক ব্যক্তির জানাজায় অংশ নেন কামাল উদ্দিন। তিনি জানাজায় আবুল বাশারের স্মৃতিচারণ করার সময় পৌর মেয়র তেড়ে এসে মাইক্রোফোন কেড়ে নেন। এ সময় মেয়র ও তার তিন সহযোগী কামাল উদ্দিন মজুমদারকে লাঞ্ছিত করেন। পরে তারা প্রকাশ্যে হত্যার হুমকি দেন।
এদিকে রাতে কামাল উদ্দিন মজুমদারসহ চারজনের বিরুদ্ধে থানায় জিডি করেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী। অপর তিনজন হলেন ইয়াছিন শরীফ মজুমদার, আবুল কালাম ও নুর ইসলাম সিজান।
পৌর মেয়র জিডিতে উল্লেখ করেন, জানাজায় মুসল্লিরা দ্রুত নামাজ শেষ করার তাগাদা দিলেও তাদের কথায় কর্ণপাত না করে বক্তৃতা চালিয়ে যাচ্ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। এ সময় পৌর মেয়র তাকে বক্তৃতা শেষ করতে বলেন। এতে উপজেলা চেয়ারম্যান ও তার তিন সহযোগী পৌর মেয়রের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন। এক বছর ধরে পৌর মেয়র ও তার পরিবারের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান কুৎসা রটিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয় জিডিতে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম পাল্টাপাল্টি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: