পোশাক শ্রমিকদের ভাড়া বাসায় আগুন, পুড়ে ছাই ২০ ঘর

শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জামিরাদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঘটনা ঘটে।

পোশাক শ্রমিকদের ভাড়া বাসায় আগুন, পুড়ে ছাই ২০ ঘর

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পোশাক শ্রমিকদের ২০টি ভাড়া বাসা। শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জামিরাদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার শিল্পাঞ্চল জামিরাদিয়া মাস্টারবাড়ি এলাকায় আধপাকা ২০টি ঘরে ভাড়া থাকতেন পোশাক শ্রমিকরা। ঘটনার দিন সকালে সবাই কাজে চলে যান। বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ভালুকা ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, ওই বাড়িতে ২০টি মেস ঘর ছিল। সেখানে পোশাক শ্রমিকরা বসবাস করতেন। ঘটনার সময় মেস খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।