পোশাক নিয়ে বিতর্কে দীপিকা

গতকাল ৫ জানুয়ারি দীপিকা পাড়ুকোনের জন্মদিন; এ উপলক্ষে দেখে জেনে নেওয়া যাক নানা সময়ে দীপিকাকে ঘিরে বিতর্কগুলো।

পোশাক নিয়ে  বিতর্কে দীপিকা
পোশাক নিয়ে বিতর্কে দীপিকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: শাহরুখ খানের বড় পর্দায় ফেরার ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই ছবির ‘বেশরম রং’ গানে দীপিকার পোশাক নিয়ে চলছে বিতর্ক। শেষ পর্যন্ত ছবিতে গানটি থাকলেও দুই দৃশ্য কর্তনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। তবে পোশাক নিয়ে এই প্রথম নয়, আগেও নানা সময়ে দীপিকাকে নিয়ে বিতর্ক হয়েছে। গতকাল ৫ জানুয়ারি দীপিকা পাড়ুকোনের জন্মদিন; এ উপলক্ষে দেখে জেনে নেওয়া যাক নানা সময়ে দীপিকাকে ঘিরে বিতর্কগুলো। 

২০২২ সালের শুরুর দিকে মুক্তি পেয়েছিল দীপিকা অভিনীত ছবি ‘গেহরাইয়াঁ’। এই ছবিতেও দীপিকার পোশাক নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল

এই ছবির মধ্য দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল দীপিকার। ছবি মুক্তির পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন তিনি। সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত সিনেমায় খোলামেলা অবতারে দেখা যায় অভিনেত্রীকে, বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেন। তখন এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেখতে সহজ মনে হলেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় আসলে সহজ নয়ছবি : সংগৃহীত

দীপিকা অভিনীত ‘পদ্মাবত’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে। ছবি নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ করেন করণী সেনারাছবি : সংগৃহীত

ছবির ‘ঘুমর’ গানে দীপিকার পোশাক নিয়েও আপত্তি করেন তাঁরা। এমনকি দীপিকার নাক কেটে নেওয়ারও হুমকিও দেওয়া হয়ছবি : সংগৃহীত

‘ছপাক’ ছবির মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। ছবি মুক্তি সামনে রেখে দীপিকা উপস্থিত হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেছিলেন তিনি। কিন্তু অনেকে এটিকে তাঁর ছবির ‘প্রচারণার কৌশল’ আখ্যা দিয়ে সমালোচনা করেনছবি : সংগৃহীত

‘রাম লীলা’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন বাস্তব জীবনের জুটি দীপিকা ও রণবীর। নাম নিয়ে এই ছবি বিতর্কের মুখে পড়েছিল। পরে সব বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে সাড়া ফেলে ছবিটি

চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে ‘পাঠান’। এই ছবির গান ‘বেশরম রং’ প্রকাশের পর সমালোচনা হয় দীপিকার পোশাক নিয়ে। ছবিটিতে গেরুয়া রঙের বিকিনি পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে দাবি করেন অনেকে, কেউ আবার গানটিতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ করেনছবি : সংগৃহীত

গানের বেশ কয়েকটি দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশনা এসেছে। সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গানটিতে দীপিকার নিতম্বের ক্লোজআপ শট ও পাশ থেকে নেওয়া শট বাদ দিতে হবে। এ ছাড়া গানের কয়েকটি শব্দ ছেঁটে ফেলারও নির্দেশনা এসেছে। ইনস্টাগ্রাম

গতকাল ছিল দীপিকার ৩৭তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার দীপিকার নতুন পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘সব সময় তোমাকে নিয়ে গর্বিত আমি, তুমি নতুন উচ্চতায় পৌঁছে যাও, এই প্রত্যাশা করি। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা রইল।’ ইনস্টাগ্রাম

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom