প্রথমবারের মতো ওয়েব সিরিজে শাহরুখ খান
আরিয়ান খান ‘স্টারডম’ নামে একটি ওয়েব সিরিজ বানিয়েছেন। সেখানে শাহরুখ খানকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: প্রথমবার ওটিটি প্ল্যাটফরমে হাজির হচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। তাও আবার ছেলের পরিচালনায়। আরিয়ান খান ‘স্টারডম’ নামে একটি ওয়েব সিরিজ বানিয়েছেন। সেখানে শাহরুখ খানকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে সিরিজটির শুটিংও শেষ হয়েছে। বর্তমানে আছে সম্মাদনার টেবিলে। অবশ্য আরিয়ানের পরিচালনায় এটাই শাহরুখের প্রথম কাজ নয়। বাবার মতো অভিনয়ের না গিয়ে পরিচালনায় ঝুঁকেছেন শাহরুখপুত্র।
বাবাকে নিয়ে নির্মাণ করেছেন বিজ্ঞাপন। এবার বানালেন ওয়েব সিরিজ। একই সিরিজে ববি দেওলকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।