প্রথম দিনেই সাড়া ফেলেছে ‘রাগী’
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিনেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে অ্যাকশনধর্মী সিনেমা ‘রাগী’। মিজানুর রহমান মিজান পরিচালিত এ সিনেমাটি দেশের ২৮ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) মর্নিং শোতে ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীদের ভিড় দেখা গেছে। ছবি দেখার পর ইতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন দর্শকরা। ছবিটিতে খলনায়ক হিসেবে মুনমুনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। এছাড়া আবির চৌধুরীর অভিনয়ও ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নির্মাণের প্রতিটি ফ্রেমে দক্ষতার ছাপ রেখেছেন পরিচালক মিজানুর রহমান মিজানও। এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আঁচল, মৌমিতা মৌ, ববি, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান প্রমুখ। এদিকে, আমন্ত্রিত সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ঢাকার তিনটি হলে মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখেছেন ‘রাগী’ সিনেমার টিম।
ঢাকার বাইরেও ছবিটি দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন নির্মাতা সূত্র। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছায়াছবি নিয়ে দেশীয় দর্শকরা বরাবরই আগ্রহী। প্রতিটি সিনেমা হলে দর্শকদের মাত্রাতিরিক্ত উপস্থিতির মাধ্যমে সেটা নতুন করে আবারও প্রমাণিত হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews