পর পর ২ রান আউটে বিপর্যয়ে নেদারল্যান্ডস

প্রথম নিউজ, ডেস্ক : পুঁজিটা খুব বেশি বড় নয়। এমন পুঁজি নিয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। প্রথম দুই বলেই তুলে নিয়েছেন ২ উইকেট।
এর পর দুর্দান্ত এক ওভার করলেন আরেক পেসার হাসান মাহমুদ। এ দুই পেসারের আঁটসাঁট বোলিংয়ে ৩ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান আসে নেদারল্যান্ডসের।
এর পরের ওভারে সাকিবের প্রথম বলেই ছক্কা হাঁকান ওপেনার ও'ডাউন। কিন্তু পরের বলেই রানআউটে শেষ হয়েছে তার ইনিংসও। বাউন্ডারির কাছাকাছি দূরত্ব থেকে দারুণ এক থ্রোতে উইকেট ভেঙে দেন আফিফ। ও'ডাউন থামলেন ৮ বলে ৮ রান করে।
একই ওভারের ৫ম বলে আরও একটি রানআউটের কবলে ডাচরা।
এবার নাজমুল হাসান শান্তর কৃতিত্ব।সাকিবের বলটি কাভারে পাঠান একারম্যান। বলের পিছু ছুটেন শান্ত। বাউন্ডারি থামিয়ে স্ট্রাইক প্রান্তে বল থ্রো করেন তিনি। কিপার নুরুল সোহান ভেঙে দেন উইকেট।
রানের খাতাই খুলতে পারেননি কুপার।
এমন পরিস্থিতিতেও দুর্দান্ত খেলছেন একারম্যান। তিন বাউন্ডারিতে ৩০ বলে ৩১ রান করে ফেলেছেন ইতোমধ্যে।
খেলার এ পর্যায়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫১ রান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews