পাবনায় বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু গ্রেপ্তার, আতঙ্কে নেতাকর্মীরা
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে পাবনা শহরের কালাচাঁদ পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রথম নিউজ, পাবনা: পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার অভিযোগ দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে পাবনা শহরের কালাচাঁদ পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে তাকে পাবনা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সম্প্রতি আলিয়া মাদরাসা সড়কের খেয়াঘাটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামি। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা ও আনিসুল হক বাবুর গ্রেপ্তারের পর নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, আগামী ৩ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। অনেকেই আগেভাগেই রাজশাহীতে চলে গেছেন। কিন্তু শীর্ষ পর্যায়ের অনেক নেতাই পাবনায় রয়েছেন। শহর এবং উপজেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘শেখ হাসিনা জবরদস্তি করে, জোর করে বাংলাদেশে ক্ষমতায় থাকার জন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, ৩ তারিখের জনসমাবেশ যাতে না হয়। ১০ তারিখের ঢাকার গণসমাবেশ যাতে না হয় এই জন্য নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সবার মাঝে আতঙ্ক তো কাজ করছেই। আমাকেও গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে। কিন্তু নেতাকর্মীদের বাধায় আমাকে ছেড়ে দিয়েছে। নেতাকর্মীরা গণসমাবেশে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। গ্রেপ্তার হলে গ্রেপ্তার হবে সমস্যা নাই, আমরা সেই সিস্টেমেই আছি।’
উল্লেখ্য, ২০ (নভেম্বর) বিকেলে পাবনা শহরের আলিয়া মাদ্রাসা সড়কের খেয়াঘাটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ও নাশকতার অভিযোগে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পাবনা সদর থানা পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews