পঞ্চগড়ের তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

প্রথম নিউজ, পঞ্চগড়: পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও আজ মেঘে ঢাকা পড়েছে সূর্য। রয়েছে বৃষ্টির আভাস। তাপমাত্রা বেড়ে রেকর্ড হচ্ছে ১১ ডিগ্রির ওপরে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে মেঘে ঢাকা প্রকৃতি। বৃষ্টির আভাস দেখা দিয়েছে। দিনের যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে জানিয়েছেন জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। তবে শীত কমে যাওয়ায় কমেছে ভোগান্তি। মেঘলা আকাশ থাকলেও সকালে বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। শীতের তীব্রতা কমে যাওয়ায় নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ বিভিন্ন প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে শীতের তীব্রতা কমে গেছে। তবে আজ ভোর থেকে আকাশে মেঘ থাকায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শীত ও বৃষ্টি হলেও জীবিকার তাগিদে কাজে বের হয়েছেন অনেকে।

পাথর শ্রমিক জামাল ও হোসেন আলী জানান, শীত কমে গেছে। শীত থাকলেও কাজে বের হতে হয়। তবে আজকে ভোর থেকে আকাশে মেঘ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এমন কথা দিনমজুর, ভ্যানচালকসহ অন্যান্য নিম্ন আয়ের শ্রমজীবীদের।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির আভাস থাকায় ভোর থেকে মেঘলা আকাশের কারণে সূর্য দেখা যায়নি। গত তিন দিন ধরে ১১-১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। পুরো মাঘ মাস তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে জানান তিনি।