‘পেছনে অত্যাচারী সরকার, সামনে কারাগার’
আজম খান বলেন, ১০ দফা বাস্তবায়ন করতে পারলেই আমরা ২৭ দফা বাস্তবায়ন করতে পারবো।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমদ আযম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে না পারি তাহলে আমাদের দেশমাতা মাদার্স অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বন্দি থাকবেন এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্বাসনই থাকবে। তেমনি বন্দি থাকবে বাংলাদেশের গণতন্ত্র। বন্দি থাকবে বাংলাদেশের মানবাধিকার, বন্দি থাকবে বাংলাদেশের ২০ কোটি মানুষের অধিকার। সুতরাং আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য আমাদের সবাইকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমাদের একমাত্র পথ হলো আন্দোলন। আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আজম খান বলেন, ১০ দফা বাস্তবায়ন করতে পারলেই আমরা ২৭ দফা বাস্তবায়ন করতে পারবো। ক্ষমতায় গেলেই আমরা সাতাশ দফা অর্থাৎ রাষ্ট্র মেরামত করতে পারবো।
তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিজয় হবে সুনিশ্চিত। তিনি বলেন, আপনারা দেখেছেন এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী পাখির মতো মানুষকে গুলি করে মারে। নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন প্রধানকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইভাবে নেতাকর্মীদের পাখির মতো গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাজার হাজার নেতাকর্মীদের আহত করা হয়েছে। গুলি করে মারে আমাদেরকে আহতও করে আমাদেরকে আবার মামলাও দেয় আমাদেরকে। আবার আমাদের কাছ থেকে জোর করে জবানবন্দি নেয় যারা নিহত হয়েছে তারা কেউ বিএনপি করেন না। আজকে ফেরাউন ও হিটলার যদি বেঁচে থাকতেন তাহলে বলতেন যে, আমাদের চেয়েও যে কতো বড় ক্ষমতাবান এই বর্তমান সরকার। বিএনপি’র এই শীর্ষ নেতা আরও বলেন, নারায়ণগঞ্জের একটি ইউনিয়নের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, তাকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি নিজের ছেলের জানাজা পড়তে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানের জন্য, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের দুই নেতা নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, ডা. জোবায়দা রহমানের পরিবারের কোনো সম্পত্তিই বাংলাদেশ আমলে কেনা নয়, এই বৈধ টাকাকে অবৈধ বলে ক্রোক করার চেয়ে নির্মম-নিষ্ঠুরতা আর কিছু নেই। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি’র নির্বাহী কমিটির বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম ফারুক খোকন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews