পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
আজ সোমবার সকাল ১১টার দিকে পৌর এলাকার টিকরামপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, ঢাকা: চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে চাচতো ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে পৌর এলাকার টিকরামপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেলোয়ার হোসেনের ছেলে দিদার (৫) ও হোসেন আলীর মেয়ে তিশা (৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুপুরে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বাচ্চাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আইন অনুযায়ী দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews