পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

শনিবার (২৩ নভেম্বর) সকালে বিআরটিসির দোতলা একটি বাসে বিদ্যুতায়িত হলে ৩ শিক্ষার্থী নিহত হন।

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনির্ভার্সিটি অব টেকনোলজির মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২) নামে শিক্ষার্থী নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে বিআরটিসির দোতলা একটি বাসে বিদ্যুতায়িত হলে ৩ শিক্ষার্থী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি বাসে শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিলেন। উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানের সময় ওপরে বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এ সময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিক্ষার্থী শরীরে আগুন লেগে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন ১০ শিক্ষার্থী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।