নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক ওবায়দুল কাদের : একরাম

একরাম বলেন, পারলে আমাকে এক দিনের জন্য দিন। কাদের মির্জাকে পিচঢালা রাস্তার ওপর দিয়ে চেচিয়ে চেচিয়ে আনব। আপনার কারণে আমাদের অনেকের মুখ বন্ধ।

নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক ওবায়দুল কাদের : একরাম
ওবায়দুল কাদের ও একরামুল করিম

প্রথম নিউজ, নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে 'ঘৃণীত লোক' বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন মন্তব্য করেন তিনি।

একরামুল করিম চৌধুরী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আপনাকে আমি ঘৃণা জানাই। আপনি বিচার করতে জানেন না। আপনার স্ত্রী সম্পর্কে যে ভাই কটূক্তি করে, এসবে আমার দুঃখ লাগে। আপনি কন্ট্রোল করতে না পারলে আমাকে এক দিনের জন্য দিন। আপনার ভাইকে পিচঢালা রাস্তার ওপর দিয়ে চেচিয়ে চেচিয়ে আনব। আপনার কারণে আমাদের অনেকের মুখ বন্ধ।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে একরামুল করিম চৌধুরী আরও বলেন, ‘কাদের ভাই, নোয়াখালী আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচান। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন। যে ক্ষতি আওয়ামী লীগ পুষিয়ে নিতে অনেক কষ্ট হবে। নোয়াখালীর কয়েকজন সুবিধাবাদী মানুষের কাছে ছাড়া বাকি বেশির ভাগ মানুষের কাছে আপনি ঘৃণীত লোক।’

একরামুল করিম চৌধুরী আরও বলেন, ‘নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুকে আমি ফোন দিয়ে কিছু আজেবাজে কথা বলেছি। সে আমার ছোটবেলার বন্ধু। এসব কথা বলার কারণে আমার স্ত্রী আমাকে বলেছে, আমার চেহারা দেখার থেকে মৃত্যুর চেহারা দেখা অনেক ভালো। এতে আমি খুবই ব্যথিত হয়েছি।’

এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে উদ্দেশ করে একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি বলেছি রাজাকার পরিবারের সন্তান। এতে করে আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস বদলানো যাবে না। আপনার বাবা ৩ জন মুক্তিবাহিনীর সদস্যকে চেনে না বলায় পাঞ্জাবিরা গুলি করে মেরে ফেলেছে। মির্জা নিজেও বলেছে তার বাবা ও জেঠা রাজাকার ছিল। যুদ্ধের সময় মানুষের গাভি চুরি করে নিয়েছে। অথচ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন।

একরামুল করিম চৌধুরী আরও বলেন, ‘আজ বিকেলে আমার হার্টের অপারেশন। তাই বাঁচতেও পারি, মরে যেতেও পারি। মনের আবেগ থেকে কিছু কথা বলেছি। যদি বেঁচে ফিরি তাহলে আমার সদর-সুবর্ণচরের মানুষের সেবা করে যাব। আর যদি মরে যাই, তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন।

এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি একরামের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সত্য কথা বলেছি। আমৃত্যু সত্য বলে যাব। একরাম একটা পাগল। সে কী বলল না বলল এ নিয়ে আমার কিছু বলার নাই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom