নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল, সম্মেলন পন্ড
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বক্তাবলীর রাজাপুর আজিজ মার্কেটে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে। তবে কেউ গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয় যায়নি।

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হট্টগোলের ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনের চেয়ার ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সম্মেলন পণ্ড হয়ে যায়।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বক্তাবলীর রাজাপুর আজিজ মার্কেটে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে। তবে কেউ গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয় যায়নি।
সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্মেলন শুরুতেই সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের নাম প্রস্তাব করেন। পরে ভোটাভোটি শুরু হয়। প্রথমে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছিল। একপর্যায়ে সভাপতি প্রার্থী শফিক মাহামুদের সমর্থক দিল মোহাম্মদ দিলু, মহিউদ্দিনসহ আরও কয়েকজন আবুল হোসেন প্রধানের সমর্থকদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করতে গেলে দুইপক্ষের মধ্যে হৈচৈ শুরু হয়।
একপর্যায়ে তা হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরে কাউন্সিলর ও ডেলিকেটাররা স্থান ত্যাগ করেন। পরিস্থিতি বেগতিক দেখে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল। পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এ বিষয়ে মো. শফিক মাহমুদ বলেন, ইচ্ছা করেই আমার সমর্থকদের সঙ্গে তর্ক-বিতর্ক করে এবং ধাক্কাধাক্কি করে আবুল হোসেন প্রধানের সমর্থকরা। আমি দুইপক্ষকেই থামানোর জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু আবুল হোসেন প্রধানের সমর্থকরা আমার ওপরও হামলা করে। আমি বিপুল ভোটে জয়ী হবো বলেই এমন ঘটনা ঘটানো হয়েছে। তাই আমি পুনরায় এই নির্বাচন চাই।
অন্য সভাপতি প্রার্থী আবুল হোসেন প্রধান বলেন, শফিক মাহমুদের নিশ্চিত পরাজয় ভেবে তারই সমর্থিত দিলুসহ আরও লোকজন পরিকল্পিতভাবে সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সিনিয়র নেতাদের সামনে উশৃঙ্খল আচরণ করে দলের লোকদের উত্তেজিত করে সম্মেলন পণ্ড করে দিয়েছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, যারা সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews