নির্মিত হলো নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’

নির্মিত হলো নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার ঘটনা নিয়ে এবার নির্মিত হলো নাটক। নারকীয় এ হত্যার আগে শেষবারের মতো তাকে ভাত খেতে দেয় হত্যাকারীরা। সে ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’। এটি পরিচালনা করেছেন খলিলুর রহমান কচি। নাটকে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করছে  ‘হা-শো’খ্যাত ইমরান। তিনি বলেন, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে।

মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীর মধ্যে ৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।