নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ডেমরায় মাতুয়াইল মুসলিমনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আয়তুল (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা সহকর্মী মো. শাহ কামাল জানান, মাতুয়াইল মুসলিমনগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় চারতলা থেকে সে নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বাসা ডেমরা মাতুয়াইলেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।