নির্বাচন ব্যবস্থার প্রতীকী দাফন কর্মসূচি ইসলামী ছাত্র আন্দোলনের

বুধবার বিকাল চারটায় রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নির্বাচন ব্যবস্থার প্রতীকী দাফন কর্মসূচি ইসলামী ছাত্র আন্দোলনের

প্রথম নিউজ, অনলাইন: সদ্য অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণে 'ব্যর্থতা' ও প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে নির্বাচন ব্যবস্থার প্রতীকী দাফন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এতে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা বর্তমানে ‘মৃত’ উল্লেখ করে কফিনে মুড়িয়ে প্রতীকী কবর দেন সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার বিকাল চারটায় রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহানগর পূর্ব শাখার সভাপতি ইউসুফ পিয়াসের সভাপতিত্বে ও মহানগর উত্তর শাখার সভাপতি মাইদুল হাসান সিয়াম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। প্রতীকী এ দাফন কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটি সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ সিইসিকে উদ্দেশ্য করে বলেন, তিনি 'পাগলের প্রলাপ' বকছেন, মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন। চরমোনাইকে নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সাথে চরম বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে আর কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায় নিয়ে সিইসিকে পদত্যাগ করার আহবানও জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দফতর সম্পাদক শিব্বির আহমাদ, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।