নির্বাচন বন্ধে রাষ্ট্রপতি বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি 

নির্বাচন বন্ধে রাষ্ট্রপতি বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি 

প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় প্রবর্তিত কারিকুলাম বাতিল ও একতরফা প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের কাছে রাষ্ট্রপতি বরাবর এ স্মারকলিপি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি নোমান সিরাজী, সহকারী সেক্রেটারি লোকমান হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান ও ছাত্র আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি রেদোয়ান হোসাইন প্রমুখ।

অনারারি ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম বলেন, একতরফা প্রহসনের নির্বাচন আমরা বর্জন করেছি। জনগণের প্রতি আহ্বান রইল, কেউ যেন ভোটকেন্দ্রে না যায়। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসী দুইভাগে বিভক্ত হয়ে গেছে। দেশের অধিকাংশ শান্তিকামী নাগরিক একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন চায়। কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ২০১৪ এবং ২০১৮ সালের মতো আবারও ক্ষমতায় আসতে চায়।