নির্বাচনে অংশ না নিলে রাজনীতি থেকে হারিয়ে যাবে বিএনপি: তোফায়েল
প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, তবে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে।
মঙ্গলবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, রাজনীতির প্রাণবিন্দু হল নির্বাচন। আমি আশা করছি বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে। ওই নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীন। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।
তিনি বলেন, এই দেশে তত্বাবধায়ক সরকার আর ক্ষমতায় আসবে না। তাই বিএনপিকে বর্তমান সরকারের অধীন নির্বাচনে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক মো. সামসুদ্দিন সামসু, সহদপ্তর সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।