শাকিব খানের বিরুদ্ধে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

মানহানির অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করেছেন প্রযোজক রহমত উল্লাহ

শাকিব খানের বিরুদ্ধে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রথম নিউজ, ঢাকা : মানহানির অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করেছেন প্রযোজক রহমত উল্লাহ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।