‘নিপুণের ক্ষমা চেয়ে চিঠি দেয়া উচিত’
নিপুণকে উদ্দেশ্য করে কথাগুলো এভাবেই বললেন মনোয়ার হোসেন ডিপজল।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ওখানে বসছেন আপনি কে? অনেক কিছু ভাবেন নিজেকে - নিপুণকে উদ্দেশ্য করে কথাগুলো এভাবেই বললেন মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে অভিনেত্রী সুচরিতা ও নায়ক রুবেলের সদস্য পদ বাতিল করা নিয়ে তিনি বলেন, সুচরিতা একজন গুণী শিল্পী। তারপর রুবেল। উনাদের বাদ দেয় কীভাবে? ডিপজল বলেন, নিপুণের ক্ষমা চেয়ে চিঠি দেয়া উচিত।