নাদিম হত্যা: বিচার দাবি যুক্তরাষ্ট্র দূতাবাস ও সম্পাদক পরিষদের

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা তদন্ত শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নাদিম হত্যা: বিচার দাবি যুক্তরাষ্ট্র দূতাবাস ও সম্পাদক পরিষদের

প্রথম নিউজ, অনলাইন: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা তদন্ত শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ওদিকে নাদিম হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। হত্যাকাণ্ডে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সম্পাদক পরিষদ। নাহিদ হত্যায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে সদ্য পদায়নকৃত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ‘১৫১তম রিফ্রেশার কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি এ মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশ্বস্ত করতে পারি এই বলে, তদন্ত শেষ হওয়ার পর এই মামলা ন্যায়বিচারের জন্য অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠোনো হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।

ওদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই হত্যাকাণ্ডের ব্যাপারে দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, এ ঘটনার ব্যাপক, পক্ষপাতহীন এবং স্বচ্ছ তদন্তের প্রত্যাশা করি আমরা। একই সঙ্গে সাংবাদিক নাদিমের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করি। তিনি আরও বলেন, মুক্ত সংবাদ মাধ্যম এবং গণতন্ত্রের দাবি শারীরিক বিপদ, হয়রানি অথবা ভীতিহীনভাবে সাংবাদিকরা অনুসন্ধান এবং রিপোর্ট করতে পারবেন। 

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সম্পাদক পরিষদের

পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গতকাল এক বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ওই বিবৃতিতে বলা হয়, অতীতেও অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে যাদের বিচার এখনো হয়নি। সত্যের পক্ষে লিখতে গিয়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত বলে মনে করে সম্পাদক পরিষদ। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয় পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক  দেওয়ান হানিফ মাহমুদ সাক্ষরিত বিবৃতিতে। পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থি বিধায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় সম্পাদক পরিষদ।