নিত্যপণ্যের দাম না কমলে সচিবালয় ঘেরাও: নূর

আজ শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ার দেন।

নিত্যপণ্যের দাম না কমলে সচিবালয় ঘেরাও: নূর

প্রথম নিউজ, ঢাকা: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। আজ শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ার দেন।

ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, এই সরকার গত ১৩ বছের দেশকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে, দেশ এখন আইসিইউতে রয়েছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন সব জিনিস পত্রের দাম বাড়ছে।

তিনি বলেন, সংসদের ৬২% এমপি ব্যবসায়ী। তারা ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে তারা জড়িত। আমরা দেখেছি মানুষ যেখানে খেতে পারে না, সেখানে সরকার উন্নয়ন প্রচার করার জন্য জেলায় জেলায় এলইডি বোর্ড স্থাপন করছে। এই সরকার এতো দিন ক্ষমতায় থাকায় পরও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারে নাই।

সরকারের এমপি মন্ত্রীদের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, সময় থাকতে ভালো হয়ে যান। সরকার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমায় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি সচিবালয় ঘেরাও করা।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মুনজুর মোর্শেদ মামুন বলেন, বাংলাদেশের মানুষের যে করুণ দুর্দশা,  শুধু তেলে দাম বাড়ছে তা নয়। নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যে দাম বেড়েছে। এই অবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ।

তিনি বলে, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বিভিন্ন সময় এই দেশের মানুষকে রূপকথার গল্প শুনিয়ে ছিলো। ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, গ্রামকে শহরে রূপান্তর করবে। কিন্তু এখন ১০ টাকা চালে বদলে ঘরে ঘরে হাহাকার ছাড়া কিছু দেয়নি। চাকরি বদলে ঘরে ঘরে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে।
বাজার নিয়ন্ত্রণ ও বাজারকে সিন্ডিকেট মুক্ত করতে বর্তমান বাণিজ্য মন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার অনতিবিলম্বে বাণিজ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, বর্তমান সরকার, সিন্ডিকেটের পাহারাদার হয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। সরকার যদি জনগণের দুঃখ কষ্ট অনুধাবন করতে না পারে, তবে সরকারকে বিদায় করতে জনগণ বাধ্য হবে। সিদ্ধান্ত সরকারের কাছে, তারা কী চায়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom