নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল

আজ সোমবার সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদররোডে) বরিশাল জেলা কৃষক ক্ষেতমজুর কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ, বরিশাল: বরিশালে নিত্য পণ্যের দাম কমিয়ে ক্রয় ক্ষমতায় আনার দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে জেলার তিনটি সমিতির সদস্যরা। আজ সোমবার সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদররোডে) বরিশাল জেলা কৃষক ক্ষেতমজুর কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাল, ডাল, তেল, চিনি, আটা ময়দাসহ সকল নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবিসহ দেশের সংকট নিরসনে কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন তথা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করে শ্রমজীবী ও মধ্যবিত্ত জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র,  সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে জোড়দার করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি ও বরিশাল জেলা ঐক্য সম্মেলন প্রস্ততি কমিটি।

বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে পথ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস ছত্তার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুর-অর রসিদ, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, অধ্যাপক বিরেন্দ্র নাথ রায়, জাফর তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন খান প্রমুখ। সমাবেশ শেষে বরিশাল নগরীর কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পুনরায় সদররোডে এসে শেষ করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom