নতুন করে সংগ্রাম করতে হবে: বাম ঐক্য

র‌বিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে উল্টো বিপ‌রীত পা‌শে রাস্তায় এক মানববন্ধ‌নে একথা ব‌লে সংগঠন‌টির নেতৃ‌বৃন্দ।

নতুন করে সংগ্রাম করতে হবে: বাম ঐক্য

প্রথম নিউজ, ঢাকা: স্বৈরাচারী শেখ হাসিনার সরকার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। এদের হাত থে‌কে বাঁচ‌তে হ‌লে নতুন ক‌রে সংগ্রাম কর‌তে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে গনতান্ত্রিক বাম ঐক্য।

র‌বিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে উল্টো বিপ‌রীত পা‌শে রাস্তায় এক মানববন্ধ‌নে একথা ব‌লে সংগঠন‌টির নেতৃ‌বৃন্দ। 

নেতৃবৃন্দ বলেন, দমন-পীড়ন করে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। মানুষের মৌলিক অধিকার হরণ করে জাতীকে দাসে পরিণত করেছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন করে সংগ্রাম করতে হবে।

তারা ব‌লেন, সবাই‌কে এখন ঐকবদ্ধ হওয়ার সময়। আসুন সবাই ঐকবদ্ধ হ‌য়ে রাস্তায় নে‌মে এই সরকার‌কে পতন ক‌রি।

মানববন্ধন সভায় সভাপতি করেন কমরেড আবুল কালাম আজাদ সমন্বয়কারী গনতান্ত্রিক বাম ঐক্য। 

আরও বক্তব্য রাখেন কমরেড হারুন চৌধুরী সাধারণত সম্পাদক বাংলাদেশ সাম্যবাদী দল, কমরেড ডাক্তার সামছুল আলম সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পাটি, হারুন আল রশিদ খান মহাসচিব প্রগতিশীল গনতান্ত্রিক দল, আমরুল প্রামাণিক, জামিলুর রহমান ডালিম প্রমুখ।