নেতাকে গাছে বেঁধে নির্যাতন: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
তারা হলেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম ও মো. ওয়াসি (২১)।

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম ও মো. ওয়াসি (২১)। আজ শনিবার সকালে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকালের ঘটনায় হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহের ছোট ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল বিকেলে জিতেন কান্তি গুহের ওপর হামলা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews