নাটোরে সিংড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত
রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, নাটোর: নাটোরের সিংড়ায় বামিহাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আফতাব নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এঘটনার পর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার সাইফুর রহমান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিংড়ায় সুকাশ ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামের সমর্থকদের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আফতাব আলী ও তার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আফতাব বাহিনী প্রধান আফতাব, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ ৫ জন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯ টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আফতাবকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফরিদ গ্রুপের মুসা ও রুহুলের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মারপিট করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই গ্রুপের আধিপত্য নিয়ে সংঘর্ষ। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, সকালে তা ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি মোবাইল রিসিভ করেননি।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতার বলেন, ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews